Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ( ভিডিপি পুরুষ ও মহিলা)

          এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ সংগঠন সম্পর্কে ধারনা লাব করেন । এবং ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হন। প্রশিক্ষনের নিয়মাবলী নিমণরম্নপঃ

Ø       সংশিষ্ট গ্রামের ৩২ জন পুরম্নষ এবং ৩২ জন মহিলা সমন্বয়ে গঠিত দুটি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয় হয়।

Ø       গ্রামের সুবিধা জনক স্থানে ১০ (দশ) দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এবং ১ টি গ্রামে এক বারেই প্রশিক্ষণ দেয়া হয় ।

Ø       প্রশিক্ষণার্থী কমপক্ষে ৮ম শ্রেনী পাশ এবং বয়স ১৮ হতে ৩০ বছর হতে হবে।

Ø       প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষে সনদ পত্র প্রদান করা হয় ।

Ø       এক গ্রামের সদস্য অন্য গ্রামে প্রশিক্ষণ করতে পারবেন না ।

Ø       প্রশিক্ষণ গ্রহনকারী সদস্য-সদস্যাগণ ৩য় ও ৪র্থ শ্রেনীর সরকারী চাকুরীতে নির্ধরিত ১০% কোটায় আবেদন করা সুযোগ পান ।

 

 

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

 

এই প্রশিক্ষণ গ্রহণ করলে সদস্য-সদস্যাগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন এবং অঙ্গীভুত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এই প্রশিক্ষনের নিয়মাবলী নিম্নরূপঃ

Ø       জেলা সদরে প্রাথমিক পর্ব এবং ধারাবাহিক ভাবে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে চুড়ান্ত পর্বে এ প্রশিক্ষণ পরিচালিত হয়।

Ø       উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কোটা অনুযায়ী সদস্য ও সদস্যা বাছাই করে জেলা কার্যালয়ে তালিকা প্রেরন করেন।

Ø       আনসার আইন ১৯৯৫ এবং আনসার বাহিনী প্রবিধান মালা ১৯৯৬ এর  আলোকে সংশিষ্ট ব্যাক্তিকে যোগ্যতা সম্পন্ন হতে হয় ।

Ø       নূন্যতম যোগ্যতা ৮ম শ্রেনী পাশ । তবে এসএসসি বা তদুর্দ্ধদের অগ্রাধিকার । বয়স ১৮ হতে ৩০ বছর।

Ø       পুরুষের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ফুট-৪ইঞ্চি এবং  মহিলাদের ক্ষেত্রে ৫ফুট-০ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

Ø       বিনামূল্যে প্রশিক্ষনার্থীদের থাকা,খাওয়া, পোশাক পরিচ্ছদ প্রদান করা হয়।

Ø       প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সগস্য-সদস্যাদের সনদ প্রদান করা হয় এবং তারা সরকারী নিয়োগের ক্ষেত্রে ১০% কোটা পাওয়ার প্রাধিকারভুক্ত।

Ø       প্রশিক্ষণ প্রাপ্ত আনসারগণ দেশের বিভিন্ন সরকারী বেসরকারী কেপিআই/গুরম্নত্বপূর্ণ সংস্থায় অংগীভুত হয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তাছাড়া বিভিন্ন নির্বাচন এবং   দুর্গাপুজায় স্থানীয় সরকারকে সহযোগীতা করে থাকেন।


   পেশা ভিত্তিক প্রশিক্ষণ/কারিগরি প্রশিক্ষণ

মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশা ভিত্তিক এবং কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা স্ব-নির্ভর হবার সুযোগ পায় । আনসার ও ভিডিপি সংগঠন প্রতিবছর নিম্নেবর্ণিত বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে থাকেন।

Ø       মৎস্য চাষ, ইলেকট্রিশিয়ান, ফ্রিজ ও এয়ার কন্ডিশন মেরামতসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ।

Ø       মোটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত,গামেন্টস, সেলাই, বেসিক কম্পিউটার কারিগরি প্রশিক্ষণ ।

Ø       প্রশিক্ষনার্থীর যোগ্যতা অনুরূপ।